Arif r hossain biography
Arif r hossain biography
Project Oxygen: A tale of hope and resilience...
ফেসবুক এবং একজন আরিফ আর হোসাইন…
এক যুবকের গল্প বলি, যাকে ফেইসবুকে কেউ ফলো করত না। সুন্দরী মেয়েরা তো দূরের কথা, ‘অ্যালন বয় শিকদার’ বা ‘ভালোবাসার লাল গোলাপ’ নামের আইডিগুলোও তার ফ্রেন্ড রিকুয়েস্ট অ্যাক্সেপ্ট না করে রেখে দিত ফলোয়ার বানিয়ে !
তিনি একদিন অতি দুঃখে তার ওয়ালে পোস্ট করেছিলেন তার এই দুর্ভাগ্যের কথা। সেই পোস্টের কমেন্টবক্সে তার এক বন্ধু তাকে তাচ্ছিল্য করে বলে, “মানুষ দিলদারের ফেক আইডি ফলো করলেও তোরে কোনোদিন ফলো করবে না !” এই ঘটনার পর পেরিয়ে গেছে প্রায় এক দশক, সময়ের চাকার সাথে সাথে সেই যুবকের ভাগ্যের চাকাও ঘুরেছে। আজ সেই যুবক ছেলেটা প্রাপ্তবয়স্ক লোকে পরিণত হয়েছেন এবং ফলোয়ারের দিক দিয়ে ছাড়িয়ে গেছেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সব তারকাকে। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় আরিফ আর হোসাইন !
… বিশ্বাস করে ফেলেছেন আমার কথা ?
যদি বিশ্বাস করে ফেলেন, তাহলে আপনাকে দিয়ে যা খুশি তাই বিশ্বাস করানো যাবে। জোক এ্যপার্ট, বাংলাদেশের অনলাইন জগতের সবচেয়ে জনপ্রিয় মুখ আরিফ আর হোসাইন। তাকে নিয়েই আজকের এই প্রতিবেদন…